
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মইশকরম এলাকার সুলতানুল আওলিয়া হযরত রুস্তম শাহ ফকির (রহ,)এর বার্ষিক ফাতেহা শরীফ। গত শনিবার এ উপলক্ষে হযরত রুস্তম শাহ (রহঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মসজিদ মাঠ সংলগ্ন ময়দানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্প,(চক্ষু, চর্ম এলার্জি,মেডিসিন), খতমে কোরআন,খতমে খাজেগান,খতমে গাউছিয়া ও খতমে সহি বুখারী শরিফ,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। প্রথম অধিবেশন বাদে ফজর খতমে কোরআন, খতমে গাউছিয়া,বাদে আছর খতমে সহি বুখারী শরিফ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিফাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াদুদ আল কাদেরী। এতে অসংখ্য আলেম ওলামা মাশায়েখ গন উপস্থিত ছিলেন।বাদে এশা মিলাদ মাহফিলে আলোচক হিসেবে তকরির করেন হযরত রুস্তম শাহ (রহঃ) জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা কাজী শফিউল আজম আল কাদরী। তকরির করেন মইশকরম দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারী।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ারুল আলম,ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল ,মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি এলাহি বক্স তালুকদার,আলতাফ হোসেন,অর্থ সম্পাদক মোতাহের উদ্দীন,মোহাম্মদ সুজন শাহ,মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী,সৈয়দ নুর মোহাম্মদ,জানে আলম শাহ,আকতার হোসেন,জুবায়ের রনি,এস এম,মনছুর আলম, আনোয়ার হোসেন,আলী হায়দার শাহ, সাবেক ইউপি সদস্য সেলিম মেম্বার,আওয়ামী লীগ নেতা,শেখ মফিজুর রহমান,আবু শাহ,সৈয়দ মাহবুব আলম,মোঃহাসান,মুবিন তালুকদার,রাজু, মওলানা আবদুল কাদের,মোহাম্মদ রকি,ইফতেখার উদ্দিন টিটু,রোকন উদ্দিন,কামাল,তসলিম শাহ,ফারুক,খোরশেদ শাহ,তারেক হাসান,সাঈদ, মওলানা জাহেদ,হাফেজ এহসান,হাফেজ সাকিব,মওলানা জাহাঙ্গীর। এ সময় স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।