
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুরে রাউজান জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম রেজভী। রাউজান প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, এম রমজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ ( স:)এর আগম ঘটেছিল মানবজাতির কল্যাণের জন্য। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত এবং পথচারী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।