শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রাউজানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে ও শিক্ষা প্রতিষ্টানে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের কালরাতে শাহাদাৎ বরণকারী জাতীর পিতার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবন্দরা রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।এর আগে ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, উপজেলা পরিষদ হলে আলোচনা সভার আয়োজন করা হয়।রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype