
আল মামুন ঘিওর মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার একশত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশনের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার ( ৮ মে ) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
মোট ৬ জন প্রার্থীর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ভোট পেয়ে ৪৮৩ প্রথম স্থান অধিকার করেছে মোঃ বারেক মোল্লা , দ্বিতীয় আব্দুল্লাহ আল-কাফি ঝন্টু ৪২৭ ভোট পেয়েছেন , তৃতীয় মোঃ সোহেল রানা ৩৯১ ভোট পেয়েছেন , চতুর্থ মোঃ মনিরুজ্জামান ৩৮০ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী সাহিদা আক্তার ( দোলা ) হয়েছেন।
মোট ১০৫১ ভোটের মধ্যে ৭৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট ১৪ টি।
ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিসাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানের প্রধান সামছুন্নাহার বলেন, একটি কমিটি প্রতিষ্ঠানের প্রাণ। ম্যানেজিং কমিটির মেয়াদকাল মাত্র তিন বছর। কমিটিতে যারা আসছে সবাই কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। পরিচালনা কমিটি ধারা স্কুল ভালোভাবে চলবে এই শুভ কামনা রইলো।
বিজয়ী মোঃ বারেক মোল্লা বলেন, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় পড়ালেখার পাশাপাশি খেলাধূলায়ও অবদান রাখছে বিদ্যালয়টি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।