
ইতিহাস৭১ ডেস্ক
“আশেকানে হক ভাণ্ডারী,শোকর-এ মওলা মন্জিল” এর আয়োজনে আসন্ন মহান ২২শে চৈত্র, ০৫ এপ্রিল ২০২৩ ইং, রোজ বুধবার, বিল বেরাসত গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে হারুয়ালছড়িস্থ পাটিয়ালছড়ি জামে মসজিদে মাইজভাণ্ডারী দর্শন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য ভিত্তিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন ওরশ শরীফের তাৎপর্য, মাহে রমজানের মাহাত্ম্য সম্পর্কে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
মিলাদে-মোস্তফা ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ পরিচালনা করেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্জিলের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন, সঞ্চালনায় ছিলেন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফ।
এ সময় উপস্থিত ছিলেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্জিলের সহ-সভাপতি মোঃ আজম, জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোঃ জয়নাল আবেদীন তাওরাত, পাটিয়ালছড়ি জামে মসজিদের খতিব মাওলানা এনায়েতুল আমিন সহ “আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্জিল” ও “জ্যোতি ফোরাম” এর সকল পদের কর্মকর্তা সদস্য ও অত্র মসজিদের মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।