শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জের ঘিওরে দোকানের ভেতরে ঢুকে গেল হাই ট্রলী

 আল মামুন ঘিওর মানিকগঞ্জ: বেপরোয়া গতির হাই ট্রলী গাড়ি ঢুকে গেল মুদী দোকানের ভেতরে। গুড়িয়ে দিল মালামালসহ দোকান। গুরুতর আহত হলেন দোকানে বসে থাকা দুইজন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ঘিওর- দৌলতপুর সড়কের ছোট পয়লা মাদরাসা মোড় এলকায়। উল্লেখ্য এই সড়কে প্রতিদিন বেপরোয়া গতিতে অর্ধশত হাই ট্রলী ট্রাক বালু পরিবহনে চলাচল করে।

বেশির ভাগ চালক অদক্ষ। গুরুতর আহত দোকানী ফিরোজা বেগমকে আশংকাজনক অবস্থায় সাভার সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পালেয়ে গেলে গাড়িটি আটক করেছে ঘিওর থানা পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype