শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানের উরকিরচরে ৪টি বসতঘড় আগুনে পুড়ে ছাই

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে জানে আলম মেম্বারের পুরাতন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে ৪ পরিবারের সব মালামাল ও ঘরপুড়ে ছাই হয়ে যায়।

এ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা। ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার শুক্কুর সওদাগর, রুহুল আমিন বাছা,ওমর ফারুক ও বাহাদুর।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আমরা স্থানীয় লোকজন নিয়ে অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার বাহাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পাররেননি তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype