শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে সাধক ইন্দ্ৰশোক ও ছায়া বড়ুয়া’র স্মরণে আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

 রাউজান প্রতিনিধি: সাধক ইন্দ্ৰশোক বড়ুয়া ও সাধিকা ছায়া রাণী বড়ুয়া’র পূণ্য স্মৃতি স্মরণে সমাদর ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত খ্যাতি পাড়া ফ্রাইডে ধাম্মা স্কুলের ৩য় বার্ষিক শিক্ষা সামগ্রী বিতরণ, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে পূব আধার মানিক খ্যাতি পাড়া মানিক বিহার প্রাঙ্গণে সাধক ইন্দ্রশোক বড়ুয়ার পরিবারবর্গের আয়োজিত অনুষ্ঠানে মাদার তেরেসা এওয়ার্ড পাওয়ায় সংবর্ধিত অতিথি ছিলেন ভদন্ত সুমনবংশ মহাথের।

উদ্বোধক ছিলেন খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সাধারণ সম্পাদক সুলভ বড়ুয়া।খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে ও সঞ্জয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য এম কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,আবুরখীল সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান, ইতিহাস৭১ এর ভারপ্রাপ্ত সম্পাদক রাউজান প্রেসক্লাব সদস্য রতন বড়ুয়া, খ্যাতি পাড়া ফ্রাইডে ধাম্মা স্কুলের শিক্ষক বিজয় বড়ুয়া, সমাজসেবক মিলন বড়ুয়া, সমাজসেবক মৃণাল বড়ুয়া, অজয় বড়ুয়া, রতন বড়ুয়া, ভুপতি রঞ্জন বড়ুয়া, দীলিপ বড়ুয়া, বাবুন বড়ুয়া, উত্তম বড়ুয়া, বিজয় বড়ুয়া,স্বপন বড়ুয়া প্রমুখ।পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী বিতরণ ও ভদন্ত সুমনবংশ মহাথেরকে সংবর্ধনা দেয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype