বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:  ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তিতে প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব বণার্ঢ্য আযোজনে অনুষ্ঠিত হয়েছে।এতে অনুষ্ঠানমালায় ছিল বণার্ঢ্য র্যালী, উদ্বোধনীয় সংগীত,স্মৃতিচারণ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান।
এ উৎসবের শুক্রবার(১৩ জানুয়ারি) সকাল থেকে স্কুলের নবীণ ও প্রবীণদের উপস্থিতিতে বিশাল মিলনমেলায় রূপ নেয়। দেশের বিভিন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ছাত্র- ছাত্রীরা এসে স্মৃতি রোমাঞ্চ করছেন স্কুল জীবনের কথা। স্কুলে নবীন-প্রবীণরা মিলন মেলায় মেতে উঠেন।স্কুল জীবনের প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকে আপ্লুত হয়ে উঠেন। ঘুরে ঘুরে দেখেন পুরনো দিনের পদচিহ্ন। স্কুলের বন্ধুকে কাছে পেয়ে অশ্রুসিক্ত চোখে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে একে অপরের সঙ্গে। অমিতাভ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড. প্রণব কুমার বড়ুয়া।
সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পদকে ভুষিত অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, লায়ন দিদারুল আলম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
উদযাপন কমিটির রূপায়ন বড়ুয়া কাজল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া, কমিটির কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া, সচিব অঞ্চল কুমার তালুকদারের অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া প্রমুখ।এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিম-লে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে সংবর্ধনা দেয়া হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype