সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সৈয়দা রওশন আরা বেগমের বার্ষিকী ফাতেহায়- সৈয়দ হাসান মাইজভাণ্ডারী

 রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গাউসুল আজম মাইজভাণ্ডারীর আওলাদ সৈয়দা রওশন আরা বেগম, আলহাজ্ব এম এ বাকী, সৈয়দা মওসুদা খাতুনের বার্ষিকী ফাতেহা উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ৬ জানুয়ারী শুক্রবার সকল ১০ টার সময় ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার মধ্যে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী পাড়ায় এসে তাদের কবর জেয়ারত করেন রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। পরে তিনি হযরত মাওলানা এজাবত উল্লাহ সুলতানপুরী, হজরত মাওলানা ছায়াদ উল্লাহ শাহ সুলতানপুরী, হাজী পাড়া জামে মসজিদের খতিব মরহুম মাওলানা মাকসুদ হোসাইনের কবর জেয়ারত করেন।

এছাড়া রাউজানের মোহাম্মদ পুর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মাসুদ ও জুনায়েদের পিতা মরহম আহম্মদ হোসাইনের কবর জেয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দ ডাঃ মনজুর মোরশেদ, সৈয়দ হুমায়ুন মোরশেদ, আমেরিকা প্রবাসী জুনায়েদ, মাসুদ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক নাজিম উদ্দিন কালু, আবদুল মোনাফ কোম্পানী, আবদুল মালেক সওদাগর, সৈয়দ মহিবউল্লাহ, মাওলানা মহিম উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবুল হায়াত, ইসমাইল, তৌহিদুল আলম, আবদুল হাকিম সেলিম, জাহাঙ্গীর আলম, বাবু, শাহেদ, রাজন, নুরুল আলম, আলম সাইফউদ্দিন বাবর। মিলাদ কিয়াম করেন মাওলানা মহিম উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype