শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এ্যাডভিশন বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠন এ্যাডভিশন বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। ৩ জানুয়ারী বিকালে নগরীর জমিয়াতুল ফালাহ গেইট সংলগ্ন সড়কে খেজুর গাছের চারা রোপনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষার অন্যতম বৃক্ষরাজী খেজুর ও তাল গাছ। বিলুপ্ত প্রায় খেজুর গাছের চারা রোপনের মধ্যদিয়ে খেজুর গাছের সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী সকড়ের মিট আইল্যান্ডে খেজুর গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ্যাডভিশন বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ্যাডভিশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ নওশেদ সরওয়ার পিল্টু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও এ্যাডভিশন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মাইনুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। সাংস্কৃতিক কর্মী স ম জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কলামিস্ট ডক্টর মাসুম চৌধুরী, জাতীয় শ্রমিকলীগের মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মুহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম যুব মহিলা লীগের যুগ্ম আহŸায়ক জাহানারা ছাবের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা মৎসবীজিলীগের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাসান মুরাদ, উত্তর কাট্টলি আর্থ-সামাজিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল ইসলাম মিল্টন, সাবেক ছাত্রনেতা রুবেল দে, শ্রমিক নেতা আক্তার হোসেন, শ্রমিক নেতা কামাল উদ্দিন ও শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype