বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সকাশে রাউজান প্রেসক্লার নেতৃবন্দ

 রাউজান প্রতিনিধিঃ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের সাথে মতবিনিময় করেছেন রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কর্মকর্তারা। গতকাল ৩১ ডিসেম্বার শনিবার সকালে রাউজান থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক অপরাধ রাষ্ট্রিয় সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সাংবাদিক এক সাথে কাজ করার অঙ্গিকার করেন। এসময় নির্বাচিত প্রেসক্লাব কমিটির নেতৃবৃন্দরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন ।

সুন্দর রাউজান নির্মাণে সাংবাদিকরা সাংসদের পাশে থেকে কাজ করে থাকে। পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করলে সন্ত্রাস, অন্যায়, অবিচার রোখে দেয়া সম্ভবপর হবে। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, নব-নির্বাচিত সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি রমজান আলী, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সেকেন্ড অফিসার অজয় দেব শীল, যুবলীগ নেতা তপন দে প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype