
নিজস্ব প্রতিনিধি : মহাথের অবিধায় বরিত হলেন ভদন্ত ইদ্দিপঞঞা মহাথের রাঙ্গুনীয়া বেতাগী রত্নাংকুর বিহারে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের ২য় দিনে বিপুল সংখ্যক পূন্যার্থীর সমাগম শুক্রবার ভদন্ত জীবনানন্দ মহাথেরর প্লাটিনাম জম্মজয়ন্তী অনুষ্ঠান ।
চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহার প্রাঙ্গনে শুরু হয়েছে আন্তর্জাতিক বৌদ্ধ সাংঘিক ব্যাক্তিত্ব কর্মবীর শাসনস্তম্ভ ভদন্ত জীবনানন্দ মহাথের এর প্লাটিনাম জম্মজয়ন্তী বৌদ্ধ ভিক্ষু ইদ্দিপঞঞা থের এর মহাথের বরণ উপলক্ষে তিনদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালা ।
২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর তিনদিন ব্যাপি এই মহা ধর্মীয় মিলন মেলায় দেশ ও বিদেশ থেকে বহুসংখ্যক উচ্চ পদস্থ কর্মকর্তা , বৌদ্ধ সাংঘিক ব্যাক্তিত্ব এবং পূন্যার্থীরা অংশগ্রহন করেন এবং আগামীকাল শুক্রবার মন্ত্রী সহ বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি । বুধবার ২৮ ডিসেম্বর দুপুর ১টায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক জীবনানন্দ মহাথের ও ভদন্ত ও ইদ্দিপঞঞা থেরকে নিয়ে মোটর শোভাযাত্রা সহকারে এবং বিভিন্ন বাদ্য বাজনা ও কীর্তন পরিবেশনের মাধ্যমে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে হোয়ারাপাড়া সুদর্শন বিহারে চলে যান এবং সেখান থেকে ভদন্ত জীবনানন্দ মহাথের হোয়ারাপাড়া থেকে এবং ভদন্ত ইদ্ধিপঞঞা থের গোচরা হয়ে পদুয়া নিজ গ্রাম পরিভ্রমন করে পুনরায় বেতাগী রত্নাংকুর বিহারে ফিরে আসেন ।
এর আগে রত্নাংকুর বিহারে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই শোভাযাত্রার উদ্ধোধন করা হয় । এরপর উদযাপনি পরিষদের সকলকে এক কালারের গ্যাঞ্জি দেয়া হয় ।
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে পবিত্র ত্রিপিটক পাঠ করার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয় । এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয় ।
সকাল নয়টায় অষ্টবিংশতি বুদ্ধপুজা , সীবলী পুজা, অষ্টপরিস্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহাসভাপতি ও প্লাটিনাম জয়ন্তী ও মহাথের বরণ উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতানন্দ মহাথের ।
অনুষ্ঠানের ২য় পর্ব মহাথের বরোনত্তর সংবর্ধনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের । এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ।
উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের ।মহাথের অভিধা প্রদান করার পর ইদ্দিপঞঞা মহাথেরকে বিভিন্ন সংগঠন ও পরিবার বর্গের পক্ষ হতে ফুল , ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন ।
শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি সহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ।