বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মহান বিজয় দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 রামগড়(খাগড়াছড়ি) উপজেলা সংবাদাতাঃ তথ্য অফিস রামগড়ের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বুধবার(২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় রামগড় পৌরসভাধীন বল্টুরামটিলাস্থ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।

বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ২৩৫নং মৌজার হেডম্যান আপুষু চৌধুরী, কার্বারী এসোসেশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতব বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ। প্রধান অতিথি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে সংঘটিত মহান মুক্তিযোদ্ধে পার্বত্যাঞ্চলে রামগড় অত্যান্ত গুরুত্বপূর্ণ স্থান। ৮ ডিসেম্বর রামগড় পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত হয় এবং ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আমরা বিজয় লাভ করি। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সরকারের গৃহীত কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ত করতে হবে।” বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। পরে আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype