
রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে রাউজান প্রেসক্লাব ও ২টাকার মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকালে রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে তিন পরিবারকে নগদ অর্থ ও ২টাকার মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী জসিম উদ্দিন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।
১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের ডা. নুরুল আবছারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় তিন পরিবারের ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।