
আল মামুন মানিকগঞ্জ: মহান বিজয় দিবস আজ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই দিসবটি উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিয়া মিন্টুসহ বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী।