
রাউজান প্রতিনিধি : হালদা নদী থেকে ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর পরনে ছিলো মেক্সি। তাদের ধারণা ওই নারী নদী পাড়ের বাসিন্দা, নদীতে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে তার মৃত্যু হতে পারে৷ জানা যায়, হালদা নদীর রাউজান অংশের উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে খুটির সঙ্গে আটকে লাশটি ভাসমান অবস্থায় দেখা যায়। স্থানীয়দের ধারণা জোয়ারের পানিতে ভেসে ঘটনাস্থলে আটক গেছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি বর্তমানে রাউজানের পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ইলিয়াস মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, একটি লাশ নদীতে ভাসছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। তারা উদ্ধার করে এম্বুলেন্স যোগে লাশটি পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রে আনা হয়। সকালে মর্গে পাঠানো হবে।