
অনলাইন ডেস্ক : আজ জি গ্রুপে কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।
যদিও নেইমারের অনুপস্থিতি নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নেইমারকে ছাড়া খেলতে নেমে জার্মানির কাছে ৭ গোল হজম করে ব্রাজিল। আবার সেই পুরনো ইতিহাস ফিরবে না তো!
গতকাল সংবাদ সম্মেলনে এসে ডিফেন্ডার মারকুইনিয়ো বললেন, ‘নেইমার একজন অসাধারণ ফুটবলার। তাকে দলে না পাওয়াটা আমাদের জন্য বড় ধাক্কা। তবে আমরা যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করেছি। ইনজুরিতে আক্রান্ত হতে পারেন যে কেউ। সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্যই আমরা তৈরি আছি।’
পিএসজিতে খেলা এই ফুটবলার নেইমার আর মেসিকে খুব কাছ থেকেই চেনেন। দুজনের কাছ থেকেই অনেক কিছু শিখেছেন বলে জানালেন। পাশাপাশি মাঠে ব্রাজিলের ডিফেন্স লাইনে থিয়াগো সিলভার সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করেন বলেও জানিয়েছেন তিনি।