রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না। অনেক উন্নত দেশ মন্দার কবলে পড়েছে। কিন্তু আমরা এখনো দুর্ভাগ্যজনক অবস্থায় পড়িনি’।

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর ১ম টানেল টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কারও কাছে আমরা হাত পেতে চলবো না। আমাদের সাশ্রয়ী হতে হবে। মিতব্যয়ী হতে হবে। করোনা, ইউক্রেন যুদ্ধ, স্যাংকশন-পাল্টা স্যাংকশনের কারণে প্রতিটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। নিজেদের সঞ্চয় বাড়ান, সাশ্রয়ী হন, মিতব্যয়ী হন’।

তিনি আরও বলেন, ‘শিল্পায়ন হচ্ছে, কিন্তু কৃষি জমি রক্ষা করতে হবে। কৃষি নিয়ে গবেষণা হচ্ছে, নতুন নতুন বীজ উদ্ভাবন করা হচ্ছে, উৎপাদন বাড়ছে। আমাদের যার যতটুকু জমি আছে কিছু না কিছু উৎপাদন করতে হবে। সবার এই মানসিকতা থাকতে হবে যে, নিজের খাবার নিজে উৎপাদন করবো। তাহলে আমরা অর্থনতিক মন্দার আঘাত থেকে দেশকে রক্ষা করতে পারবো’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype