
অঞ্জন দাশ, রাউজান : নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে ষোড়শ প্রহর ব্যাপী রাস মহোৎসব অনুষ্ঠিত অন্জন দাশ নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা মা মগধস্বিনী মন্দিরে ভোগ নিবেদন সংস্কৃতি অনুষ্ঠান ও সরস প্রহর ব্যাপী রাস মহোৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন কল্পতরু সংঘের প্রধান উপদেষ্টা শ্রী অশোকশীল ও শ্রী কাজল চক্রবর্তী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দক্ষিণের সভাপতি প্রকাশ সরকার ,ধন মহাজন ,সাধারন সম্পাদক শ্রী ম্যালকম চক্রবর্তী, কল্পতরু সংঘের সাধারন সম্পাদক প্রকাশ শীল, অর্থসম্পাদক সাধন শীল ৪নং ইউপি সদস্য জনাব নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নোয়াপাড়া কল্পতরু সংঘের উপদেষ্টা মুকুন্দ শীল,সুজিত কুমার শীল চৌধুরী, ডাক্তার রাজীব দাস, অঞ্জন শীল, নয়ন শীল, রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী রাজীব চৌধুরী, রাজেশ শীল, বকুল, সাধারণ সম্পাদক শ্রী সুজন শীল, অভি চৌধুরী, শুভ চক্রবর্তী, প্রকাশ নন্দী ,পলাশ শীল, মিথুন শীল, সুজন বিশ্বাস, রানা সেন, বিপ্লব দত্ত, রাহুল দেব, রানা চৌধুরী, আকাশ নন্দী, সঞ্জন শীল, টিঙ্কু চৌধুরী, কাঞ্চন চক্রবর্তী, প্রমূখ।