শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় শীর্ষক কর্মশালা প্রেস কাউন্সিল মিলনায়তনে ৬ নভেম্বর রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের উপ-সচিব চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক পরামর্শক আবু সালে মোঃ মাহফুজুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ট মোঃ শাখওয়াত হোসেন। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ পর্বে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, এফবিজেও’র মহাসচিব মোঃ শামছুল আলম, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফরিদ খান, আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য নাহিদা আক্তার পপি, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমন প্রমুখ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype