
আল মামুন মানিকগঞ্জ: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- প্রতিপাদ্যে শনিবার সারা দেশে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় র্যালি বের করেন। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ, কে, এম নাসির উদ্দিন আবুল।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাকসুদ হোসেন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, দৌলতপুর পি এস মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলমসহ সমবায় সমিতির সদস্য / সদস্যা বৃন্দ।