শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি : মন্ত্রী পরিষদে প্রশংসিত নেত্রকোণার ডিসি অঞ্জনা খান মজলিশ

 দেলোয়ার হোসেন মাসুদ, নেত্রকোণাঃ গ্রাম আদালতের গতিশীলতা ফিরিয়ে এনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করায় মন্ত্রী পরিষদ বিভাগীয় ‘ধন্যবাদ’ পেয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মামুন স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসক ও গ্রাম আদালত পরিচালনাকারী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিকে এ খবরের পর সাধারণ মানুষ বলছেন, সামাজিক, পারিবারিক বিরোধগুলো গ্রাম আদালতে নিষ্পত্তিতে সাধারণ মানুষ যেমন উপকৃত হন ঠিক তেমনই কমে বিচার বিভাগের মামলা জটিলতা। এতে করে আদালতের গুরুত্বপূর্ণ সময় অপচয় হয় না।

এটা নিঃসন্দেহে জেলা প্রশাসক ও চেয়ারম্যানদের প্রশংসনীয় একটি অর্জন। জেলার সিনিয়র আইনজীবী, কবি নূরে এলাহি খান এবং আইনজীবী মোজাম্মেল হোসেন মৃধা জানান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আসার পর আদালত পাড়াতেও সাধারণ মানুষের মুখে প্রশংসা শুনেছি। প্রশংসাকারী ব্যক্তিদের মতে তিনি একজন জনবান্ধব জেলা প্রশাসক। গ্রাম আদালতে এক মাসে মামলা নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে মন্ত্রী পরিষদ বিভাগ বিষয়টি পরিষ্কার করে দিলেন জেলা প্রশাসক সত্যি জনবান্ধব। জেলা প্রশাসনে উচ্চপদস্থ এ কর্মকর্তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন জেলার সিনিয়র এই আইনজীবীরা।

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ধন্যবাদ জ্ঞাপন প্রাপ্তি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ জানান, কাজের গতি বৃদ্ধি করে প্রশংসা বা স্বীকৃতি। অতীতেও নিজের দায়িত্বের জায়গায় থেকে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি যা ভবিষ্যতেও অবহ্যাত থাকবে। উল্লেখ থাকে যে, গত সেপ্টেম্বর মাসে গ্রাম আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলার দশটি উপজেলায় সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে। হিসেব মতে যা ৭৭.৭৮ %।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype