রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে চট্টগ্রামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : নান কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো শিক্ষক দিবস উদযাপিত হয় । এবারের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’। চট্টগ্রামে শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন,  শিক্ষকদের মাধ্যমেই একটি সুন্দর, মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজ থেকে বের হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির সদস্য আ ন ম সরওয়ার আলম, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা আমিনুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার লুৎফুর নাহার, চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শাহেদা আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চট্টগ্রাম ও শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাউশি, চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রামের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী, উপ-পরিচালক ড. গাজী গোলাম মাওলা, উপ-পরিচালক দেবব্রত দাশ।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন হাজী মো. সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর, আগ্রাবাদ মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ কৃঞ্চ কান্তি দত্ত, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. নাসির উদ্দীন মজুমদার, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী মো. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, অধ্যাপক শামসুদ্দীন শিশির প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype