বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছোট্ট রাসেল ছোটবেলা থেকে বলতো সে সেনা অফিসার হবে- প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারে এসে ১৫ আগস্ট জাতির পিতাসহ শেখ রাসেল এবং যারা যারা নির্মম হত্যার শিকার হয়েছিলেন তাদের খুনিদের বিচার করতে পেরেছি। এর মাধ্যমে বাংলাদেশ অভিশাপমুক্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিচারহীনতার কালচার থেকে জাতি মুক্তি পেয়েছে।

মঙ্গলবার শেখ রাসেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ রাসেল স্মরণে তিনি বলেন, ছোট্ট রাসেল ছোটবেলা থেকে বলতো সে সেনা অফিসার হবে। টুঙ্গিপাড়ায় গেলে সে সমবয়সী শিশুদের জড়ো করতো। তাদের প্যারেড করাতো। তারপর চাচার কাছ থেকে টাকা নিয়ে শিশুদের হাতে ১ টাকা করে দিতো। মা ওইসব শিশুদের জন্য চকলেট-বিস্কুট নিতে যেতেন। এছাড়া নতুন জামা-কাপড় নিয়ে যেতেন। রাসেল সেগুলো ওই শিশুদের দিতো। সেই রাসেলসহ আমার পুরো পরিবারকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এখন মানবাধিকারের কথা বলেন ১৫ আগস্টের পর তারা কোথায় ছিলেন। দীর্ঘ সময় পর্যন্ত আমরা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার পাইনি। কই এটা নিয়ে তো কেউ কখনও কথা বলেনি।

অনুষ্ঠানে কথা বলার এক পর্যায়ে রাসেলকে স্মরণ করে প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype