
আল মামুন ঘিওর ,মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়ন এবং সিংজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ১৪ অক্টোবর ) সকালে ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সদর ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বাবু রাম চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ – ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি শচীন্দ্ৰ নাথ মিত্র, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু।
এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে দ্বিতীয় পর্বে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করে ঘিওর সদর ইউনিয়নের নতুন কমিটির সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ খান মঞ্জুকে সভাপতি ও মোঃ ফরহাদ বেপারীকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।