
আল মামুন : ঘিওর মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামকান্তপুর গ্রামে এক শিশু প্রতিবন্ধী (১২ ) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে উপজেলার বড়টিয়া গ্রামের আদু মিয়ার ছেলে মোঃ ফজলু মিয়া (৪৫) কে ঘিওর থানা পুলিশ আটক করে আজ বুধবার সকালে মানিকগঞ্জ কোর্টে প্রেরন করেছে। ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার বিকেলে ফজলু মিয়া প্রতিদিনের মতো ভ্যান গাড়িতে করে গ্রামে ঘুরে ঘুরে ফল বিক্রি করেন। ফল বিক্রি করতে সে রামকান্তপুর গ্রামে যায়।
এক পর্যায়ে প্রতিবন্ধী ওই শিশুর বাড়িতে কেউ না থাকায় কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। তার মা জাহানারা বেগম বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৫ তারিখ ১২/১০/২২।