
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি সূচিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শত বৃক্ষরোপণ কর্মসূচি’র ধারাবাহিকতায় ১১ অক্টোবর, মঙ্গলবার, সকাল ১০ টায়, রাউজান উপজেলার ডাক-বাংলো চত্ত্বরে “মুজিব-ইন্দিরা” স্মৃতি বৃক্ষরোপণ কমূর্সচির উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগার।
কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জননেতা আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এতে প্রধান আলোচক থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। সূচনা বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ। কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহণ করবেন। এছাড়া, মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় এবং দুপুর ১২টায় রাউজান পৌরসভায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার’ উদ্বোধন করবেন। বিকেল ৩টায় তিনি নোয়াপাড়ায় সূর্যসেন পল্লীতে মাস্টার দা সূর্যসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল সাড়ে ৩টায় নোয়াপাড়া শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরীর নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৬টায় একই স্থানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করবেন।