
আল মামুন মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজার থেকে উলাইল বাজার পর্যন্ত সড়কের ৫ কিলোমিটার অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষজনকে। ছোট বড় গর্ত আর অজস্র খানা খন্দে ভরপুর এ রাস্তা দিয়ে তালের সময় পতিত হচ্ছেন দুর্ঘটনায়। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এই সড়কের পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া এলাকায় সড়কের অর্ধেকের বেশি অংশ ভেঙ্গে গেছে এবং বেশ বড় বড় কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। ফলে উভয় পাশে গাড়ি চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রায়ই যানজট লেগে থাকে। স্থানীয়রা জানান, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ৬টি ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তার এমন বেহাল দশা দীর্ঘদিনের।
এ রাস্তায় চলাচলকারী আইনজীবী জহিরুল ইসলাম শরীফ বলেন, এই সড়কে চরম ভোগান্তিসহ প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পথচারী, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের ব্যস্ততম এই রাস্তাটি চলাচলে করেন ভয়ে ভয়ে । কিন্তু পরিতাপের বিষয় জনঘনত্বপূর্ণ এই রাস্তাটির বিষয়ে কর্তৃপক্ষ যেন উদাসীন। স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে কয়েক বার অস্থায়ী সংস্কার করেও এখন আর কোন সুফল পাওয়া যাচ্ছে না ।
এ ব্যাপারে পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, বর্তমানে রাস্তাটির খুবই খারাপ অবস্থা এবং এই রাস্তাতে চলাচল করতে মানুষের অনেক কষ্ট হয়। ইতিপূর্বে কয়েকবার এ রাস্তাটি প্রাথমিকভাবে সংস্করণ করেছি। কিন্তু স্থায়ী সংস্কার ও মেরামত করতে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাজ্জাকুর রহমান বলেন, রাস্তাটির নাজুক অবস্থায় কথা অবগত আছি। এ ব্যাপারে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। খুব দ্রুত সংস্করণ কাজ শুরু করা হবে।