
অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে নগরীর রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ, জেমসেন হল পূজা মন্ডপ, কুসুমকুমারী পূজা মন্ডপ, দেওয়ানজী পুকুরপাড় পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
সিএমপি কমিশনার মহোদয় এসময় উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মন্ডপের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন , পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।