শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা: “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা প্রশাসন, শহর সমাজসেবা কার্যালয় যৌথ আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ পালন করে।

দিবসটি উপলক্ষে ১ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো, আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ইউএনও খোন্দকার মো, ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি থেকে বক্তব্যে প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন রা,স,ডি,কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রভাষক হারাধন মহাজন,সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল,সাবেক বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান,প্যানেল মেয়র আবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর বঙ্গবন্ধু’র স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের আহবান জানান। প্রবীণরা আমাদের ভুলগুলো সুধরে দিতে কার্যকর পরামর্শ প্রদানসহ দিকনির্দেশনা প্রদান করতে পারেন। যা আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমন্ত্রিত বিভিন্ন প্রবীণ ব্যক্তি, শহর সমাজসেবা দপ্তরের কর্মকর্তা- কর্মচারিগন, সরকারী- বেসরকারী কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype