শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ থেকে রোগীরা কেন বিদেশে যায়,পরিকল্পনামন্ত্রীর প্রশ্ন

ইতিহাস৭১ ডেস্ক: সব ধরনের সুযোগ সুবিধা ও বিশেষজ্ঞ ডাক্তার থাকার পরও বাংলাদেশ থেকে রোগীরা চিকিৎসা নিতে কেন বিদেশে যায়, প্রশ্ন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মেডিকেল অনকোলোজি সোসাইটি ইন বাংলাদেশ আয়োজিত ‘ঢাকা ক্যান্সার সামিট ২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত আমাদের রোগীরা চেন্নাই, ব্যাংকক, ভারতে চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন। বড়লোকদের অনেক টাকা, তাদের খরচের সামর্থ্য আছে, তারা যেখানে ইচ্ছে যাক। কিন্তু গ্রামাঞ্চল থেকেও অসংখ্য মানুষ ছুটে যাচ্ছে। এক্ষেত্রে যারা একটু নিম্নশ্রেণির তারা চিকিৎসা নিতে কলকাতা যান। খুবই কষ্ট লাগে, যখন দেখি হাজার হাজার নাগরিক চিকিৎসার জন্য অন্য দেশে যাচ্ছে।’
তিনি বলেন, ‘দেশ থেকে অসংখ্য মানুষই নানা কারণে বিদেশ সফর করে। তবে, ৮০ শতাংশের বেশি মানুষই চিকিৎসার জন্য যায়। আমাদের বড় বড় চিকিৎসক আছে, বড় বড় হাসপাতাল-ইনস্টিটিউট আছে, তারপরও কেন অন্যান্য দেশে যায়? নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। আমি এমনও অনেককে দেখেছি জায়গা জমি বিক্রি করে চলে যাচ্ছে, কেন? আমাদের লোকজন প্রতিনিয়ত কেন বিমান ভর্তি করে চলে যাবে? এ বিষয়ে আমাদের ভাবতে হবে। আমরা কী করতে পারিনি? আমাদের প্রধানমন্ত্রী কী করতে পারেননি? আমাদের কী নেই? এখানে নিশ্চয়ই কিছু বিষয় আছে। এটা আমাদের ভেবে দেখা দরকার।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype