রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিকদের মধ্যে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিকদের মধ্যে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। এবার সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক দেশটি। যেখানে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর পর্দা উঠবে এই সিরিজের। যথারীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর আবারো ১২ অক্টোবরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।
এরপর ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। সিরিজে সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল, ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ড থেকেই উড়াল দেবে অস্ট্রেলিয়াতে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype