
আল মামুন মানিকগঞ্জ: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন রবিবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেলে বরটিয়া কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরটিয়া ইউনিয়ন শাখার সভাপতি শ্রী গোপাল দাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ৭১ এর ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। #
প্রধান বক্তা ছিলেন ঘিওর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কালীদাস সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি শ্রীমতি লক্ষী চ্যাটার্জী , উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কুমার আইচ প্রমুখ।
সভায় বক্তারা এরশাদ সরকারের সাম্প্রদায়িত শক্তির লালন পালন করার সমালোচনা করেন। অবৈধ স্বৈরাচার এরশাদ সরকারের অষ্টম সংশোধনী বাতিল করে ৭২ এর সংবিধান পুনঃরুদ্ধারের দাবি জানান।