
কুয়েত প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্থানরত বৌদ্ধদের ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে ০৯ ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী শুক্রবার “শুভ মধু পূর্ণিমা” বর্নাঢ্য আয়োজনে পালন করা হয় ।
সংগঠনের সাবেক অর্থ সম্পাদক লিটন বড়ুয়া’র হিজিলস্থ বাসায় সকাল ১০ ঘটিকায় বুদ্ধ পূজা, সীবলী পূজা এবং সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় । । দুপুর ১২ ঘটিকায় বাবুল বড়ুয়া,র সভাপতিত্বে মহান শুভ মধু পূর্ণিমা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অশোক বড়ুয়ার পরিচালনায় সমবেত প্রার্থনা ও পূজা উর্ৎসগের মধ্য দিয়ে- রোমেল মুৎসুদ্দির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখন – বটন বড়ুয়া । ধর্মীয় আলোচনায় অংশ গ্রহণ করেন -উওম বড়ুয়া, লিটন বড়ুয়া, চন্দন বড়ুয়া, উত্তম বড়ুয়া (২), দোলন বড়ুয়া প্রমুখ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – রিটন বড়ুয়া, উর্মিলা বড়ুয়া,বিদায়ন বড়ুয়া, মেগা বড়ুয়া,রয়েল বড়ুয়া, জয়দেব বড়ুয়া জয় ।
শুভ মধু পূর্ণিমা উদযাপন অনুষ্টানে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ খলিল ও মোহাম্মদ মহসিন। আলোচনা সভায় বক্তরা বলেন – বুদ্ধের অহিংসা পরম ধর্ম আদর্শে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে চলুক, ঐতিহ্যগত মূল্যবোধ সমুন্নত রেখে এবং মহামতি বুদ্ধের আদর্শ ধারন করে মানব কল্যাণে নিবেদিত হয়ে সমিতির কার্যক্রম কে আরো বেগবান করার আশাবাদ প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে মধ্যহৃ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।