শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শ্রী শ্রী পাতাল কালীমন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে সাধারন সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

 প্রতিবেদন রতন বড়ুয়া: ফটিকছড়ি ভুজপুর জঙ্গল শোভনছড়িতে অবস্থিত শ্রীশ্রী পাতাল কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শ্রী শ্রী পাতাল কালীমন্দিরের বার্ষিক সাধারন সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার দুপুরে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সুকুমার চৌধুরী । রী শ্রী পাতাল কালীমন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সজীব নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ । মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমি পরিষদ বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী । আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমি পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সাধারন সম্পাদক লায়ন শ্রী শংকর সেন গুপ্ত , প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিদ্যু কান্তি নাথ, শ্রী শ্রী পাতাল কালীমন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা এড. সুবীর কান্তি শীল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী পাতাল কালীমন্দির পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক শ্রী শিমুল কুমার নাথ । শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী শ্রী পাতাল কালীমন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার শ্রী লিটন চক্রবর্তী । শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুভ সুচনা করেন ।

শ্রী শ্রী পাতাল কালীমন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype