শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক (২০২২-২৫) নির্বাচন অনুষ্ঠিত কাশেম সভাপতি রফিকুল সাধারন সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. রফিকুল আলম।ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক (২০২২-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মধ্যম চাক্তাই মমতা ট্রেডার্সে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হয়েছে কেবল ছয় পদে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক শেখ মো. জামাল, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, ক্রীড়া সম্পাদক পলাশ চৌধুরী, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন চৌধুরী ও মো. আলাউদ্দীন আলো।

ভোটে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইরফানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সজল মজুমদার, অর্থ সম্পাদক খোরশেদুল আলম, প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দীন। এছাড়া কার্যনির্বাহীর সদস্যরা পরবর্তীতে দপ্তর সম্পাদক নির্বাচন করবেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর চৌধুরী, নির্বাচন কমিশনার অজয় কৃষ্ণ দাশ মজুমদার, ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, মোহাম্মদ মুনির চৌধুরী এবং নির্বাচন কমিশনার সচিব এম এ করিম নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাচন কমিশনার অজয় কৃষ্ণ দাশ মজুমদার বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত মো. আবুল কাশেম বলেন, যারা জয়ী হয়েছে এবং যারা পরাজিত হয়েছে সবাইকে সাথে নিয়ে ব্যবসায়ীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করব।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype