বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে দশ আসামী আটক, কারাগারে প্রেরন

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে বিভিন্ন মামলার ১০ আসামীকে আটক করেছে পুলিশ। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রিজন ভ্যানে করে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। পরে গ্রেপ্তার ১০ আসামীকে কারাগারে পাঠায় আদালত। সূত্র মতে, রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী,মাদকের নিয়মিত মামলায় ৩জন,স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক মাসের দণ্ডপ্রাপ্ত একজন ও অস্ত্র আইনে মামলার রিমান্ডের দুই আসামীসহ ১০জনকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ১০জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন নোয়াপাড়ার গোপাল চন্দ্র দে’র ছেলে সজল দে (৫০), তার স্ত্রী রুপা দে(৪২), একই এলাকার আবু তালেবের ছেলে মো. সাহেব আলী, পশ্চিম রাউজানের দুদু মিয়ার ছেলে খোরশেদ। অস্ত্র মামলার দুইদিন রিমান্ড শেষে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরের শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও আবদুল মোনাফের ছেলে মবিন (২৪)। এছাড়া সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় ৮০ লিটার মদসহ গ্রেপ্তার হন বোয়ালখালীর নুরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (২৫) , শামসুল আলমের ছেলে মো. ইকবাল (২৬), দুলালের ছেলে সিএনজি চালক মো. বাবু (২৩) এবং স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দণ্ডপ্রাপ্ত চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়ার শাহ আলমের ছেলে মোরশেদ আলী (২৬)।

রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, বিভিন্ন মামলার ১০ আসামীকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype