শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ইতিহাস৭১ ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ খ্রিঃ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অদ্য ২০ আগস্ট, দামপাড়াস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শিরিন আখতার, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর আহমদ, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট এবং বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল, ভারপ্রাপ্ত কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)। সভার শুরুতে ১৫ আগস্ট, ১৯৭৫ এ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তব্যে অতিথিবৃন্দ মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও সভায় প্রধান অতিথি মহোদয় গত ১৫ আগস্ট, ২০২২ খ্রিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি, রচনা লিখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype