শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শাকিব-বুবলীর ছবি ‘দিল দিল’ ১০ কোটির ক্লাবে

ইতিহাস ৭১ বিনোদন ডেস্ক : শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির ‘দিল দিল’ গানটি প্রকাশের পরপরই আলোচনায় চলে আসে। গানটি ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ২০১৬ সালে ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বসগিরি’। একই বছরের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটির শুটিং হয়েছিল থাইল্যান্ডে। ‘দিল দিল’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান।

‘বসগিরি’ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবির ‘দিল দিল’ গানে কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানের কথা লিখেছেন কবির বকুল এবং কম্পোজ করেছেন শওকত আলী ইমন।

‘বসগিরি’ দিয়েই ঢালিউডে অভিষেক বুবলীর। সেই ছবির গান ‘দিল দিল’ ১০ কোটির মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বসিত তিনি। বুবলী বলেন, ‘সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্য রকমের ভালো লাগার।

ছবির পরিচালক, প্রযোজক ও গানটির গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা ও কোরিওগ্রাফারের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ, তাদের কারণেই এত সুন্দর একটি গানের অংশ হয়ে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি।’

এম.জে.আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype