
ইতিহাস৭১ আন্তজার্তিক ডেস্ক: বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সম্প্রতি। আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলিউডের বাঙালি এ অভিনেত্রী। জানিয়েছেন, শীঘ্র জন্ম নেবে তার প্রথম সন্তান।
বিপাশার পোস্ট করা ছবিতে দেখা গেছে স্বামী করণ সিং গ্রোভারকেও। দুইজনেই মিলিয়ে সাদা শার্ট পরেছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে উচ্ছ্বসিত বিপাশা।
ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনকে অন্য মাত্রা দিয়েছে। আমাদের স্বাভাবিক জগতটাকে কিছুটা বড় করে দিয়েছে। আমরা এ জীবন একা শুরু করেছিলাম। তারপর আমাদের দেখা হলো, সেখান থেকে আমরা দুজন হলাম। আমরা এখন তিনজন হতে যাচ্ছি। আপনাদের নিঃশর্ত ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ’।