বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশে বঙ্গবন্ধুর আদর্শে তরুণ সমাজকে উজ্জীবিত হতে হবে

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ধর্মীয় রাজনীতি বৃদ্ধি পাচ্ছে, ধর্মের নামে গণহত্যা হচ্ছে, সন্ত্রাস ও নির্যাতনসহ মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে- এর মোকাবিলা করতে হলে দেশে দেশে বঙ্গবন্ধুর আদর্শে তরুণ সমাজকে আলোকিত ও উজ্জীবিত হতে হবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং ধর্মনিরপেক্ষ মানবতার আদর্শ বাংলাদেশের সীমানা পেরিয়ে আজ বহির্বিশ্বে প্রশংসিত, চর্চিত। তবে এটি আরও বেশি সমৃদ্ধ হবে বাংলাদেশ যদি ৭২-এর সংবিধানে ফিরে যেতে পারে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এবং

ধর্মনিরপেক্ষ মানবতা ও বিশ্ব শান্তির দর্শন-শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

১৪ আগস্ট (রোববার) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নইম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ্।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন ডালিয়া বসু সাহা এবং অ্যাডভোকেট মিলি চৌধুরী।

 

এম.জে.আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype