
চট্টগ্রামের ইসকন প্রবর্তক মন্দিরে শ্রীবগ্রহের প্রান প্রতিষ্ঠা উপলক্ষে লক্ষ লক্ষ সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা হয়েছে । শুক্রবার এই ধর্মসভায় দেশি বিদেশী ইসকনের নেতৃবৃন্দদের মধ্যে
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভাবনামৃত সংঘের অন্যতম জিবিসি দীক্ষাগুরু শ্রীল স্বামী জয়পতাকা মহারাজ । এই ধর্মীয় মহামিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমী কেন্দ্রিয় কমিটি বাংলাদেশ এর সভাপতি বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরী ।
উপস্থিত ছিলেন ইসকন চট্টগ্রামের প্রধান লীলা গৌররাজ ব্রম্মচারী,চিম্ময় কৃঞ্চ ব্রম্মচারী ,অনুষ্ঠানের সমন্বয়ক এবং ইতিহাস৭১.টিভির উপদেষ্ঠা লায়ন সন্তোষ কুমার নন্দী । এতে আরো ধর্মীয় সামাজিক, পুন্যার্থী ভক্ত, প্রভু ও মাতাজীরা উপস্থিত ছিলেন । এই ধর্মীয় মহামিলন উপলক্ষে ইসকন মন্দীর প্রাঙ্গন আলোক সজ্জা ও বিভিন্ন ধর্মীয় ফেস্টুন ব্যানার দিয়ে সাজানো হয় । ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং নামকির্তনের মাধ্যমে পুরো অনুষ্ঠান এক ধর্মীয় ভাবগাম্ভিয্যের পরিবেশ সৃষ্টি হয় ।