সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শ্রীবিগ্রহের প্রান প্রতিষ্ঠা উপলক্ষে চট্টগ্রামে ইসকন প্রবর্তক মন্দিরে মহোৎসব অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমী কেন্দ্রিয় কমিটি বাংলাদেশ এর সভাপতি বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরী

চট্টগ্রামের ইসকন প্রবর্তক মন্দিরে শ্রীবগ্রহের প্রান প্রতিষ্ঠা উপলক্ষে লক্ষ লক্ষ সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা হয়েছে । শুক্রবার এই ধর্মসভায় দেশি বিদেশী ইসকনের নেতৃবৃন্দদের মধ্যে
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভাবনামৃত সংঘের অন্যতম জিবিসি দীক্ষাগুরু শ্রীল স্বামী জয়পতাকা মহারাজ । এই ধর্মীয় মহামিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমী কেন্দ্রিয় কমিটি বাংলাদেশ এর সভাপতি বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরী ।

উপস্থিত ছিলেন ইসকন চট্টগ্রামের প্রধান লীলা গৌররাজ ব্রম্মচারী,চিম্ময় কৃঞ্চ ব্রম্মচারী ,অনুষ্ঠানের সমন্বয়ক এবং ইতিহাস৭১.টিভির উপদেষ্ঠা লায়ন সন্তোষ কুমার নন্দী  । এতে আরো ধর্মীয় সামাজিক, পুন্যার্থী ভক্ত, প্রভু ও মাতাজীরা উপস্থিত ছিলেন । এই ধর্মীয় মহামিলন উপলক্ষে ইসকন মন্দীর প্রাঙ্গন আলোক সজ্জা ও বিভিন্ন ধর্মীয় ফেস্টুন ব্যানার দিয়ে সাজানো হয় । ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং নামকির্তনের মাধ্যমে পুরো অনুষ্ঠান এক ধর্মীয় ভাবগাম্ভিয্যের পরিবেশ সৃষ্টি হয় ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype