সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা : খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।

৫ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হল রুম প্রাঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ, রামগড় উপজেলা প্রশাসন ও সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।

প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমম্বয়ে শ্রদ্ধা জানান।

একই সময়ে রামগড় উপজেলা পরিষদ হল প্রাঙ্গনে ভাইস চেয়ারম্যান(পুরুষ- মহিলা) আনোয়ার ফারুক- হাছিনা বেগম এর অংশগ্রহণে পূস্পমাল্য অর্পণ করা হয়। পরে পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ওসি(তদন্ত)ভা. রাজিব চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী নাইমুল ইসলাম সহ প্রমূখ

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

এম.জে.আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype