মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শোহাদায়ে কারবালা ও জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে মিলাদ মাহফিল

সর্তারকুল দায়রা শাখা আয়োজিত শোহাদায়ে কারবা ও সৈয়দ জিয়াউল হক মাইজভাÐারী স্মরণে মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক : মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সর্তারকুল দায়রা শাখার ব্যবস্থাপনায় শাখার দায়রা শরিফ কার্যালয়ে পবিত্র শোহাদায়ে কারবালা উদযাপন ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ক জোন-এর সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ক জোন-এর সমন্বয়ক আনিসুল খান বাবর, অত্র শাখার সাবেক অর্থ সম্পাদক নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দীন, অর্থ সম্পাদক লিটন,

আলী রেজা সাবের, সাজ্জাত, মোশাররফ, ইমন, আরিফ, মানিক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্তারকুল দায়রা শাখার সম্পাদক ও সদস্যবৃন্দসহ সর্বস্তরের আশেকে রাসূল (দ.) এবং আশেকে গাউসুল আজম মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সুসম্পন্ন হয়।

জে-আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype