
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কিংবা প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব অনেক। দুর্নীতি প্রতিরোধেও প্রতিরোধ কমিটিগুলোর দায়িত্ব অনেক। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে, বলেছেন চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান।
৪ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছাদাতের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রামের ১৫ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।