শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফ্রান্সে জরিমানা গুনতে হবে শীতাতপযন্ত্র চলাকালে দরজা খোলা রাখলে !

শীতাতপযন্ত্র বা এসি নিয়ন্ত্রিত দোকানের দরজা খোলা রাখলেই গুণতে হবে জরিমানা। ফ্রান্সে এমন নিয়মই আসতে যাচ্ছে বলে জানিয়েছেন, ইকোলজিক্যাল ট্রানজিশনমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার-রানাচার।

ওই মন্ত্রীর দাবি, এসি চালু রেখে দরজা খোলা রাখলে ২০ শতাংশ বেশি বিদ্যুৎ লাগে। এছাড়াও নিয়ন বাতির ওপরও বিধি-নিষেধ আরোপের কথা ভাবছে ফরাসি সরকার।
মন্ত্রী এ বিষয়ে বলেন, ‘আগামী দিনগুলোতে আমি ডিক্রি জারি করবো। বিস্তৃত পরিসর জুড়ে বিলবোর্ডের বিজ্ঞাপন প্রচার রাত একটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে।’

‘আর দ্বিতীয়ত এসি চলাকালে দরজা খোলা রাখা যাবে না।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপজুড়ে জ্বালানির দাম বাড়ছে। শীতাতপের নিয়ম ভঙ্গ করলে দোকানকে সর্বোচ্চ ইউরো জরিমানা করা হবে।

সূত্র: ফ্রেন্স টোয়েন্টি ফোর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype