
নেত্রকোণার দুর্গাপুরে উপজেলার যুবলীগের সহ:সম্পাদক রায়হান,ও সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ি অনিকের বাড়িঘর কুপিয়ে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল চিহ্নিত সন্ত্রাসীরা তাহাদের মেরে ফেলার জন্য চরমোক্তারপাড়া এলাকায় কয়েকটি বাসা বাড়িতে হামলা চালায়। ঐদিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিক কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে চরমোক্তারপাড়া বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রদিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় নিজাম উদ্দিন ও অনিক। পরবর্তিতে সন্ত্রাসীরা রামদা, কিরিচ, ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা দিয়ে উপজেলা যুবলীগের সহ:সম্পাদক রায়হান, সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যপক ক্ষতি সাধন করে। পরবর্তিতে বিভিন্ন ঘর থেকে প্রায় চার লক্ষ টাকার স্বর্নালঙ্কার ও একটি মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রসী হামলার অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পৌর মেয়র আলাউদ্দিন আলাল বলেন, “পৌর এলাকায় আইনশৃঙ্খলার দিন দিন অবনতিই হচ্ছে । দায়ের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসীসহ সাধারণ ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত। আমি শান্তি প্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌরশহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।”