রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে

লিস ট্রাস

বরিস জনসনের ছাড়তে যাওয়া আসনে বসতে চাইছেন বর্তমান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

এরইমধ্যে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধান হলে কী কী করবেন সেই ঘোষণা দিয়েছেন ট্রাস। বলেছেন, ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই তিনি ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নেবেন।
এরইমধ্যে টরি পার্টির নেতা হওয়ার জন্য ১১ জন মাঠে নেমেছেন। তাদের সবাই মূলত প্রচারে ট্যাক্সের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।

৪৬ বছর বয়সী ট্রাস করপোরেশন ট্যাক্স, জাতীয় ইনস্যুরেন্স ও ব্যবসা নীতির সংস্কার করবেন।

তিনি জানিয়েছেন, যদি তিনি জয় পান তবে তিনি জীবনযাপন ব্যয় কমানোর চেষ্টা করবেন।

ট্রাসের দাবি, তিনি যে কথা দেন তা তিনি রাখেন, আর যে কথা তিনি রাখতে পারবেন না, সেই কথা তিনি কখনোই দেন না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype