শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অনকোলজি ও হেমাটোলজি বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন সম্পন্ন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অনকোলজি ও হেমাটোলজি বিভাগের যৌথ উদ্যোগে ৭ জুলাই (বৃহস্পতিবার) হাসপাতালের নতুন ভবনের মিলনায়তনে ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার পরিচালনা এবং মরণব্যাধি ক্যান্সার রোগ কি ও তাঁর প্রতিকার বিষয়ক প্রথমবারের মতো বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খানের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: মুহাম্মদ ইসমাইল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা: কামরুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা: স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট শিল্পপতি এসএম আবু তৈয়ব ও মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবুদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া, ডাক্তার ফজল করিম বাবুল, প্রফেসর ডাক্তার কামরুল নেসা রুনা, মোঃ: হারুন ইউসুফ ও এসএম জাফর। হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএসএম মোস্তাক আহমেদ ও উপ-পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ দেশভোরণ্য বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর, ডাক্তার ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন।।
জনগণের অর্থে পরিচালিত মা ও শিশু হাসপাতালে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার। জনগণের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করলেই আগামী বছরের জুলাই মাস থেকেই ক্যান্সার ইনস্টিটিউটের কার্যক্রম পুরোদমে চালু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের পরিচালনা পর্ষদ।
জনসচেতনতার লক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে প্রথমবারের মতো অনকোলজি ও হেমাটোলজি বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করায় হাসপাতালের পরিচালনা পর্ষদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি অনুষ্ঠানের আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন ক্যান্সারের কোন এন্সার নাই একথা ভিত্তি নেই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে পারলেই নানান প্রকার ক্যান্সার নিরময় করা সম্ভব।
সম্মেলনের সার্বিক কর্মকান্ডের তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার শিফাতুজজাহান জাহান ও হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার সামিরা তৌফিক রেশমা।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype